• Top News

    আমাদের সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রসফায়ার করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ১১:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দেশে ক্রসফায়ারের মতো ঘটনাগুলোর পেছনে যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে বলে মন্তব্য করে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সিস্টেম খুবই সুন্দর। কাজেই এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রসফায়ার বা ইচ্ছা করে গুলি করতে পারেন না।’

    তিনি বলেন, ‘এই সবগুলো ঘটনার পেছনে যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে বিগত দিনে।’

    আসাদুজ্জামান খান বলেন, ‘এই সমস্ত ঘটনাগুলো শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সব দেশেই এগুলো চলছে এবং চালু আছে।’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমাকে দেখতে হবে। তারা কেন, কীভাবে, কী কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি না দেখে আমি পুরো মন্তব্য করতে পারবো না।’ -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content