প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর থেকে প্রকাশিত উত্তর বঙ্গের সর্ব প্রথম পত্রিকা দৈনিক উত্তরা যার রেজি নং-০১ গতকাল সোমবার রামনগর নিজস্ব কার্যালয়ে পত্রিকার পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজন, ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদ্যাপিত হয়।
আলোচনা সভায় পত্রিকার ৫০ বছর পদার্পণ প্রয়াত দৈনিক উত্তরার স¤পাদক অধ্যাপক মো. মহসীনের জীবনদশা নিয়ে আলোচনা, পত্রিকার মান উন্নয়ন, বিজ্ঞাপন, বস্তুনিষ্ঠ গঠনমূলক সংবাদ প্রেরণ এবং সাংবাদিকদের বিভিন্ন গঠনমূলক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান, আগত পত্রিকার প্রতিনিধিদের উন্মুক্ত আলোচনা সমস্যা এবং সমাধান, বৃহত্তর দিনাজপুর তথা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর তিনটি জেলার প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আহমদ জাকী সুমন মহসীন, সঞ্চালনা করেন চিফ রিপোর্টার ও ইউনিট চিফ আব্দুস সালাম, বক্তব্য রাখেন সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক মো. ইদ্রীস আলী, সহকারী বার্তা সম্পাদক মিন্নাতুল্লাহ্, স্টাফ রিপোর্টার ফরীদ আহম্মেদ, প্রশান্ত কুমার রায়, কোরবান আলী সোহেল, ঠাকুরগাঁও প্রতিনিধি কাজী মো. আজিজুল হক, রানীশংকৈল উপজেলা প্রতিনিধি মো. নুরুল হক, পীরগঞ্জ প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, চিরির বন্দর উপজেলা প্রতিনিধি মো. আসলাম আলী আঙুর প্রমুখ। আনুষ্ঠানে পত্রিকার জেলা উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ১২টায় প্রিতি ভোজের মধ্যে দিয়ে বিকেল ৪ টায় শেষ হয়।