• Top News

  তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

    প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ১০:৫৭:২১ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) বাংলাদেশে তিন দিনের ব্যস্ততম রাষ্ট্রীয় সফর শেষে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন শুক্রবার দুপুর পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বুধবার তিন দিনের সফরে ঢাকা আসেন তিনি।

  বুধবার বিকেলে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি কোবিন্দের বৈঠক হয়। পরে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।

  বৃহস্পতিবার বিজয় দিবসের সকালে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ উপভোগ করেন ভারতের রাষ্ট্রপতি।

  বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকার রমনা কালী মন্দিরে যান রাম নাথ কোবিন্দ। তিনি মন্দিরের নতুন ভবন ও সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন এবং পূজা দেন। -অনলাইন ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।