• খেলাধুলা

    ভারতের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিলো বাংলাদেশের মেয়েরা

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ১১:২১:০২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ জাতীয় দল। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ওই হারের বদলা নিলো মারিয়া মান্ডারা। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

    ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার। এই জয়ে রাউন্ড রবিন লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তিন ম্যাচ থেকে তাদের অর্জন ৭ পয়েন্ট।

    ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে এই ভারতকে হারিয়েই শিরোপার আনন্দে মাতে বাংলাদেশ। নারী সাফের যেকোনো পর্যায়ে যা বাংলাদেশের প্রথম শিরোপা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচেও শামসুন্নাহারের গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

    নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফেরে বাংলাদেশ। ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্ডারা।

    আর ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায়। -ডেস্ক রিপোর্ট
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content