প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ১০:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) যে চেতনা ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তার অভিযোগ, বিজয়ের সর্বজনীন উৎসবকে ব্যক্তিকেন্দ্রিক করে ফেলেছে সরকার।
শনিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতন্ত্র ও বাক্স্বাধীনতা হরণ করে বিজয়ের প্রকৃত চেতনা ধ্বংস করছে ক্ষমতাসীনরা।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিএনপির স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি।
এতে অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। নির্দিষ্ট থিমভিত্তিক এ আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবে বিএনপি। -অনলাইন ডেস্ক