• সারাদেশ

    বিরামপুরবাসীর পাশে থাকবে এটিএন -ড. মাহফুজুর রহমান

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১ , ৪:০৯:০৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, বিরামপুরবাসীর সমস্যা ও উন্নয়নের সাথে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। বুধবার (২২ ডিসে:) বিরামপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    গণস্বাস্থ্য বিরামপুর হাসপাতালের উদ্যোগে বুধবার (২২ ডিসে:) এলাকার দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গণস্বাস্থ্য বিরামপুর হাসপাতালের পরিচালক ও এটিএন নিউজের বিরামপুর প্রতিনিধি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ। শেষে ডক্টর মাহফুর রহমান বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content