• ধর্ম ও ইসলাম

    কল্যাণ লাভের দোয়া

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১ , ৭:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) উচ্চারণ : আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, আলহামদু লিল্লাহি আলা কুল্লি হালিন, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।

    অর্থ : হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ তা দিয়ে আমাকে উপকৃত কর, আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।

    উপকার : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) এই দোয়া করতেন। (তিরমিজি, হাদিস : ৩৫৯৯)

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content