(দিনাজপুর২৪.কম) চার দেওয়ালের ঘেরাটোপে বন্দি। কারও কাছে যাওয়ার উপায় নেই। কারও আসার পথও পুরোপুরি বন্ধ। করোনা আক্রান্ত করিনা কপূর খান থাকতে পারেননি ছেলে তৈমুরের জন্মদিনেও। আপাতত দিন গুনছেন তিনি। আর আটচল্লিশ ঘণ্টা। তার পরেই কাটবে বন্দিদশা। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সইফ-পত্নী। অনুরাগীদেরকেও জানিয়েছেন অনুভূতির কথা।
করিনা লিখেছেন, ‘আমরা কি এখনও কোভিড যুগেই বাস করছি? বোঝার চেষ্টা করছি। যাই হোক। ১২ দিন কাটিয়ে ফেলেছি। আর দু’দিন বাকি। সবাই সাবধানে থাকবেন।’
শনিবার শেষ হতে চলেছে করিনার ১৪ দিনের নিভৃতবাস। এর পরেই নির্দ্বিধায় স্বামী এবং দুই পুত্রের কাছে ফিরে যাবেন তিনি। কাছের মানুষদের সঙ্গে নতুন বছরকে আহ্বান করবেন কপূর-কন্যে।