• Top News

    শৈত্যপ্রবাহ কাটলেও শীতের তীব্রতা কমেনি

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৪:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দেশের বিভিন্ন অঞ্চলে দুদিন ধরে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কাটলেও শীতের তীব্রতা কমেনি।

    শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

    অন্যান্য স্থানের মধ্যে ময়মনসিংহে ১৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ১১.৪ ডিগ্রি, সিলেটে ১০.৬ ডিগ্রি, ঈশ্বরদীতে ১১ ডিগ্রি, রাজারহাটে ১০.৫ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ১১.৪ ডিগ্রি ও বরিশালে ১২.২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

    চলতি মৌসুমে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

    আবহাওয়াবিদরা বলছেন, গাণিতিক হিসাবে শৈত্যপ্রবাহ না থাকলেও বেশ কুয়াশা, মেঘলা আকাশ ও উত্তরী হাওয়ায় তাপমাত্রা কমেছে। এতে শীতের অনুভূতি কমছে না।

    আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর আগামী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা বাড়তে পারে।

    আবহাওয়া অফিস বলছে, সোম থেকে বুধবার এ তিন দিন শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল।

    আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, টানা তিন দিন বয়ে যাওয়ার পর শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কেটে যাচ্ছে। কোথাও কোথাও ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে।

    বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

    আবহাওয়ার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

    আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের সব নদ-নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।