প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৪:৩৮:২০ প্রিন্ট সংস্করণ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশনটা বড় জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ দল। গতকাল ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানে হারায় রাকিবুল হাসানের দল। শুরুতে ব্যাটিং করে প্রান্তিক নওরোজ নাবিলের দুর্দান্ত শতকে ২৯৭ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪২.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল।
নেপালকে দাঁড়াতেই দেননি বাংলাদেশি বোলাররা। দলীয় ৫ রানেই আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার অর্জুর কুমালকে (৫)। এরপর অধিনায়ক দেব খানালের (১২) স্টাম্পও উপড়ে ফেলেন সাকিব। দলীয় ২৩ রানে সন্তোষ কারকিকে (৩) সাজঘরে পথ দেখান অধিনায়ক রাকিবুল হাসান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৭ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। আরেক ওপেনার ইফতিখার হোসেন ২১ রান করে কাটা পড়েন রান আউটে। তিনে নামা নাবিল ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২৭ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। বাঁহাতি নাবিল লিস্ট-এ ক্রিকেটে ৯ ম্যাচে ১৭২ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ৮১। তবে অনূর্ধ্ব-
১৯ দলে ভিন্ন চেহারা তার। নেপালের বিপক্ষে নামার আগে ৫ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকান এই ব্যাটার।
চলতি মাসের শুরুতে ভারত অনূর্ধ্ব-১৯ বি দলের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছিলেন নাবিল। আইচ মোল্লা ২২ এবং উইকেটরক্ষক ব্যাটার ফাহিম ৫৪ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে মেহেরুবের ১৫ বলে ২১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৭/৪। নেপালের হয়ে গুলসান ঝা, তিলক বান্ডারি ও মোহাম্মদ আদিল আলম একটি করে উইকেট নেন। -অনলাইন ডেস্ক
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (ব্যাটিং)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৯৭/৪ (নাবিল ১২৭, মোল্লা ২২, ফাহিম ৫৮, মেহেরুব ২১*; আদিল আলম ১/৪১, তিলক বান্ডারি ১/৩১)
নেপাল অনূর্ধ্ব-১৯: ৪২.৩ ওভারে ১৪৩ (গুলসান ৩৫, বিবেক মাগার ৩৩, বিবেক যাদব ২৬; তানজিম সাকিব ২/২২, রাকিবুল হাসান ২/২৫, এসএম মেহেরুব ২/২০, নাঈমুর রহমান ২/৪৫)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী