• আন্তর্জাতিক

    ভারতে মুসলিম মেয়ের বিয়ে নিয়ে হাইকোর্টের নির্দেশনা

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১ , ১০:০৯:১৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) একজন মুসলিম বালিকা বিয়ের উপযুক্ত হলে কাকে বিয়ে করতে পারবেন, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সম্প্রতি ১৭ বছর বয়সী একটি মুসলিম বালিকা তার পিতামাতা এবং আত্মীয়দের অমতে বিয়ে করেন হিন্দু সম্প্রদায়ের এক যুবককে। এ নিয়ে আদালতে মামলা হয়। তার জবাবে আদালত ওই দম্পতিকে সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছে পুলিশকে। একই রায়ে আদালত আরো পরিষ্কার করেছে যে, একজন মুসলিম বালিকার বয়ঃসন্ধিকালে নিজের পছন্দমতো যেকাউকে বিয়ে করার স্বাধীনতা আছে। যদি পাত্র-পাত্রীর মধ্যে মিল থাকে তাহলে তাদের বিয়েতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই অভিভাবকদের। এ খবর দিয়েছে ভারতের অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া।

    বিচারক হর্নারেশ সিং গিল তার পর্যবেক্ষণে বলেন, আইন পরিষ্কার। তা হলো মুসলিম বালিকার বিয়ে কিভাবে হবে তা বলে দেয়া আছে মুসলিম পার্সোনাল ল’তে।

    স্যার দীনশাহ ফারদুনজি মোল্লার লেখা ‘প্রিন্সিপলস অব মোহাম্মেদান ল’ বইয়ের ১৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আবেদনকারী বালিকার বয়স ১৭ বছর। তিনি পছন্দের ব্যক্তির সঙ্গে বিয়ের জন্য যোগাযোগ বা আইন মেনে বিয়ে করতে পারেন। অন্যদিকে দ্বিতীয় আবেদনকারী তার পার্টনারের বয়স প্রায় ৩৩ বছর। মুসলিম পার্সোনাল ল’তে মুসলিম মেয়েদের বিয়ের বয়স যা বলা আছে, সে অনুযায়ী প্রথম আবেদনকারী বিবাহযোগ্য। এক্ষেত্রে আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না। তারা আবেদনকারীদের সমস্যা নজরে নেয়ার প্রয়োজন মনে করেছে। বিশেষ করে তারা যেহেতু পরিবারের সদস্যদের অমতে বিয়ে করেছেন, তা সত্ত্বেও সংবিধানে তাদেরকে যে মৌলিক অধিকার দেয়া হয়েছে, তা থেকে তাদের বঞ্চিত করা যায় না। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content