• Top News

    ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতা হত্যায় ১৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১ , ১১:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের স্থানীয় নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। ওই আদালতের সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

    ২০১৬ সালের ১৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক খুন হন।

    মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন স্থানীয় আওয়ামী লীগ নেতা জহিরুল ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে নিজ গ্রাম পয়াগের বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথে আসামি বসু মিয়া, হাবিবুর রহমান, শহিবুর রহমান, কবির মিয়া, সাচ্চু মিয়া, মোখলেছ মিয়া, রুহান ওরফে বোরহান, শিথীল আহমেদ, রহমত উল্লাহসহ অন্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন। পরে দুটি মোটরসাইকেল নিয়ে আসামিরা জহিরুলকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা আটকান।

    এ সময় জহিরুলকে আসামিরা কুপিয়ে জখম করেন। একই সঙ্গে সিএনজিচালক গোলাপ মিয়াকেও আঘাত করেন। সেদিন (২০১৬ সালের ১৪ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল মারা যান।

    এ ঘটনায় নিহতের ভাই কবির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

    এই হত্যা মামলাটি তদন্ত শেষে পুলিশ ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

    মামলার ১৬ আসামি বর্তমানে কারাগারে আছেন। বাকি পাঁচজন পলাতক। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content