• Top News

    অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ মালিকের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলা

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১ , ১১:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম বাদী হয়ে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার সকালে মামলার আবেদন করেন।

    আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে বেলা ১১টায় সংশ্লিষ্ট থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

    বাদীর আইনজীবী সাইফুর রহমান বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি সুস্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য থানাকে আদেশ দিয়েছেন।

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪০ যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠির স্বেচ্ছাসেবকেরা পৌর মিনি পার্কে এ পর্যন্ত নিখোঁজ ৫১ জনের তালিকা পেয়েছেন। তবে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় পুলিশ একটি তথ্য কেন্দ্র খুলেছে, সেখানে তাদের তালিকায় ৪১ জন নিখোঁজ রয়েছে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content