• Top News

    চতুর্থ ধাপের ইউপি নির্বাচন : পাবনা-সাতক্ষীরায় নৌকার ভরাডুবি

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৪:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ১৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার সবকটি ইউনিয়নেই নৌকার ভরাডুবি হয়েছে। আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়নের তিনটিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং ২টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। ভাঙ্গুড়া উপজেলার ৪ ইউনিয়নের দুটিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বেসরকারী প্রাপ্ত তথ্যে এ ফলাফল জানান গেছে।

    এদিকে আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম রতন জয়ী হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন ও চারজন বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থী ছিলেন।

    বিজয়ী প্রার্থীরা হলেনÑ হেমায়েতপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত জাহাঙ্গীর আলম, দাপুনিয়া ইউনিয়নে বিএনপির ওমর ফারুক, আতাইকুলা ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত শওকত হোসেন।

    মালিগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মন্তাজ আলী, মালঞ্চি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী কবির হোসেন কটা বাবু, গয়েশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাহার হোসেন মুতাই, সাদুল্লাহপুর ইউনিয়নে ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম মোল্লা, চরতারাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান খান সিদ্দিক, দোগাছি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    ভাঙ্গুড়া উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে দুটি নৌার প্রার্থী ও দুইজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তার মধ্যে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হেদায়েতুল হক ও অষ্টমনিষা ইউনিয়নে সুলতানা জাহান বকুল। খানমরিচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল ইসলাম মিঠু, দিলপাশার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন।

    আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে ২টিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং তিনজন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, দেবোত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাইমেন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন, একদন্ত ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আলাল উদ্দিন সরদার ও লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক সরকার।

    এছাড়াও আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম রতন বিজয়ী হয়েছেন।

    এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এক থেকে দেড় ঘন্টা পর চূড়ান্ত ফলাফল দিতে পারবো।

    এদিকে সাতক্ষীরা প্রতিনিধি জানান, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯টি ও তালা উপজেলার একটিসহ মোট ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের তিনজন ও বাকি ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

    এর মধ্যে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী করেছে। অপরদিকে, তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।

    বেসরকারিভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী আবু সালেহ, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা।

    এদিকে, তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আজিজুর ইসলাম জয়লাভ করেছেন। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content