প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ১২:৩৪:২০ প্রিন্ট সংস্করণ
দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের কাহারোলে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৪ জন ও স্বতন্ত্র ২ জন বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ১নং ডাবোর ইউনিয়নে সত্যজিৎ রায় (আওয়ামীলীগ) ৯ হাজার ৬৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত ও তার নিকটতম বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ৬ হাজার ৬৫২। ২নং রসুলপুর ইউনিয়নে সঞ্জয় কুমার মিত্র (আওয়ামীলীগ) ৪ হাজার ৮০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত ও তার নিকটতম বিএনপির স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বাদশা (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৬৯৪ ভোট। ৩নং মুকুন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহিদুজ্জামান লিমন (চশমা) ৯ হাজার ৭২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত ও তার নিকটতম আওয়ামীলীগের প্রার্থী একেএম ফারুক পেয়েছেন ৮ হাজার ৫১০ ভোট। ৪নং তারগাঁও ইউনিয়নে মোঃ মনোয়ারুজ্জামান (আওয়ামীলীগ) ৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হযেছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র (চশমা) পেয়েছেন ৬ হাজার ১০১ ভোট। ৫নং সুন্দরপুর ইউনিয়নে স্বতন্ত্র মোঃ আনোয়ার হোসেন মানিক (অটোবাইক) ৫ হাজার ৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ও তার নিকটতম বিএনপির স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মতিয়ার রহমান¿ (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৫৪৫ ভোট এবং ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে মোঃ আতাউর রহমান বাবুল (আওয়ামীলীগ) ৮ হাজার ৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনিরাম রায় (আনারস) পেয়েছেন ৭ হাজার ৮৪ ভোট।