• রংপুর বিভাগ

    কাহারোলে নির্বাচনে আনসার ভিডিপির সদস্য নিয়োগে মৌখিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ১২:৩৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ৪র্থ ধাপে নির্বাচনী ভোট কেন্দ্র পাহারায় আনসার ভিডিপি সদস্য নিয়োগে মৌখিক ভাবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে আনসার ভিডিপির কর্মকর্তা ও কোমন্ডারদের বিরুদ্ধে। গত ২৪ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর সদস্য বাছাইয়ের সময় ৯৫২ জন আনসার ভিডিপির সদস্য নিয়োগ কালে দুর্নীতি ও অনিয়ম পাওয়া যায়। বাছাইকালে অনেক গুচ্ছ গুচ্ছ হয়ে আনসার ভিডিপির সদস্যরা মানববন্ধনে আবদ্ধ হয়। তারা মৌখিক অভিযোগে বলেন, প্রতিটি আনসার ভিডিপি সদস্যকে ৫শ ৭শ করে টাকা নিয়ে নিয়োগ করেছে এবং যারা টাকা বেশী দিয়েছে তারা নিয়োগ পেয়েছে এছারাও বাইরের উপজেলা থেকেও আনসার ভিডিপির সদস্য এনে নিয়োগ দিয়েছে। নাম না জানা বেশ কয়েক জন আনসার সদস্য এর নিকট অর্থ নেওয়া বিষয়ে আমাদের প্রতিনিধি জানতে চাইলে বলেন, আমরা কেউ খাওয়ার ধান বিক্রি করে টাকা দিছি অনেক কষ্ট করে ধার মাহাজন করে টাকা দিছি নির্বাচনী ডিউটি নেওয়ার জন্য তবুও আমাদের নিয়োগ হলো না কেন আমরা ইউএনও স্যারের বাসার সামনেও অবস্থান করেছি মৌখিক অভিযোগ করেছি তবুও আমার বিচার পেলাম না। এ বিষয়ে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদেরও জানিয়েছি কিন্তু কোন সুরাহা পেলাম না আমরা গরীব বলে আমাদের বিচার নেই আজ প্রধানমন্ত্রীর দুর্নীতির জিরো টলারেন্সের কোথা কে মানলো বলেন আপনারা আমাদের কষ্টের টাকা আনসার ভিডিপির কর্মকর্তার কাছে কমান্ডার সহকারী কমান্ডার ও পিসি এপিসির মাধ্যমে পৌছে গেছে তবুও সব তোয়াক্কা করে আমাদের ডিউটি হলো না। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কুদরত এর নিকট সাক্ষাত করতে গেলে তিনি বিভিন্ন ভাবে সাক্ষাত না দেওয়ার ভান করে বিষয়টি এরিয়ে যায়। আমাদের প্রতিনিধি বিভিন্ন কৌশলে ডিউটিরত আনসার ভিডিপির সদস্যদের অর্থ হাতানোর বিষয়টি জানতে চাইলে তারাও নাম গোপন রাখতে বলে প্রতিটি আনসার ভিডিপির সদস্যের নিকট ৫শ টাকা করে নিয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে একজন সহকারী কমান্ডার মুখ খুললে তাকে আনসার ভিডিপির কর্মকর্তা কুদরত শোকজের হুমকিও প্রদান করেন। এছারাও ডিউটি না পাওয়া অনেক সদস্য ভোটের একদিন পরে আবার তারা টাকা ফেরত ও বাছাই প্রক্রিয়ায় চারদিন কাজকর্ম রেখে আসায় মুজুরীর টাকা দাবী জানিয়ে মানব বন্ধন করবে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content