• রংপুর বিভাগ

    দিনাজপুরে জাসাসের প্রতিবার্ষিকী উপলক্ষ্যে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ১২:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম)দিনাজপুর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৭ ডিসেম্বর) বাদ আছর জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
    জেলা জাসাস নেতা মোঃ আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব রেজিনা ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, এ্যাড. আনিছুর রহমান, মোঃ আক্তারুজ্জামান জুয়েল। অন্যান্যের মধ্যে জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, পৌরসভার কাউন্সিলর ও মহিলা দল নেত্রী মোছাঃ হাসিনা বেগম প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে জাসাসের নেতাকর্মীসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content