প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ৬:১৩:৫৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সমাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ড একাদশ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। ৭ উইকেটে ১৪৬ রান নিয়ে নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৬৯ রান।
বাংলাদেশ ইনিংসের শুরুটা বাজে ছিল। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন জয়। দ্বিতীয় উইকেটে দুজনের ৫০ রানের জুটি ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় বাংলাদেশ। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে জয় পূর্ণ করেন অর্ধশতক। ১৩১ বলে ১১টি চারের সহায়তায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। মুশফিকুর রহিমও ৯১ বলে ৬৬ রান করেন। এছাড়া ৬৮ বলে ৪১ রান করেন লিটন দাস। ম্যাচ ড্রয়ের সময় বাংলাদেশ ১২৩ রানে এগিয়ে ছিল।-অনলাইন ডেস্ক