প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ৬:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) যশোরের শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়ে চার শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই চার শিশু হলো, শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ভাইপো আজগার আলী (১০), কাজী শহিদুর জামান শিল্পীর কন্যা কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিনুজ্জামান রাজন বলেন, শিশুরা চারজন একসাথে খেলতে খেলতে কাজীপাড়া মেইন রোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা কীটনাশকের একটা ছোট্ট প্যাকেট দেখতে পায়। এটাকে তারা চাটনি মনে করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
তাদের প্রথমে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার জানান, ২৪ ঘণ্টা না পার হলে কিছু বলা যাবে না।
এ ঘটনায় ওই চার শিশুর পরিবারের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।-অনলাইন ডেস্ক