• ধর্ম ও ইসলাম

    ১০ লাখ নেকি লাভের দোয়া

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ৬:২৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’

    অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই, সব ক্ষমতা তাঁরই, সমস্ত প্রশংসা তাঁর জন্য, তিনিই প্রাণ দান করেন ও মৃত্যু দেন, তিনি চিরজীবী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তাঁর হাতেই মঙ্গল এবং তিনিই সব সময় প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতার অধিকারী।

    উপকার : মুহাম্মাদ ইবনে ওয়াসি (রহ.) থেকে বর্ণিত, আমি মক্কায় পৌঁছলে আমার ভাই সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর (রা.) আমার সঙ্গে দেখা করেন। তিনি তাঁর বাবা থেকে, তাঁর দাদার সূত্রে আমার কাছে হাদিস বর্ণনা করেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পড়ে, তার জন্য আল্লাহ তাআলা ১০ লাখ নেকি বরাদ্দ করেন, তার ১০ লাখ গুনাহ মাফ করেন এবং তার ১০ লাখ গুণ সম্মান বৃদ্ধি করেন। (তিরমিজি, হাদিস : ৩৪২৮)

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content