প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ৬:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ভারত কি আবার লকডাউন এর পথে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন আজ বিকেল চারটের সময়। ওই বৈঠকে দেশের ওমিক্রন সমস্যা নিয়ে আলোচনা হবে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটও আলোচ্যসূচিতে থাকছে। ওমিক্রন সংক্রমনে দীর্ণ দেশে ভোট পিছানো যায় কিনা তাই নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে ওমিক্রন মোকাবিলার পথ নিয়ে।
দীর্ঘ লকডাউন এর পর দেশের অর্থনীতি সবে ঘুরে দাঁড়াতে আরম্ভ করেছে। এখন লকডাউন হলে অর্থনীতির মাজা যে ভেঙে যাবে তা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু, প্রাণ বাঁচাতে লকডাউন জরুরি হলে তা লাগু করতে দ্বিধা করা হবেনা বলেই মোদি ঘনিষ্ঠরা মনে করছেন।
তবে, মধ্যবর্তী একটি পরিকল্পনা নেওয়া হতে পারে। আংশিক লকডাউন এর কথা তাই অনেকেই উড়িয়ে দিচ্ছেনা। আজ বিকেলে মন্ত্রীমন্ডলীর বৈঠকের পর মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে জানা গেছে।-অনলাইন ডেস্ক