প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৪:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া। সম্প্রতি এই জুটি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। সানজিদ খান প্রিন্সের পরিচালনায় বেঙ্গল ফ্রেশের ফ্রোজেন ফুড আইটেমের প্রচারে দেখা যাবে তাদের। বিজ্ঞাপনটি নিয়ে বেশ আশাবাদী তারা।
বিজ্ঞাপনটি নিয়ে ইমতু বলেন, ‘টিভিসিতে কাজ করাটা সব সময় আমি উপভোগ করি। এখানে সাধারণত বেশ যতœ নিয়ে কাজ করা হয়। সানজিদ খান প্রিন্স ভাই চমৎকার একটি টিম নিয়ে কাজ করেছেন। তানহা তাসনিয়াও বেশ হেল্পফুল একজন কো-আর্টিস্ট। কাজটি করে এনজয় করেছি। আশা করছি দর্শক টিভিসিটি দেখে মুগ্ধ হবেন।
তানহা তাসনিয়া বলেন, ‘ভালো কাজগুলো করার সময়ই আঁচ করা যায়। বিজ্ঞাপনটির পরিকল্পনা, বাজেট, নির্মাণশৈলী সবই দারুণ ছিল। এটি প্রচারের অপেক্ষায় রয়েছি আমি।’
অন্যদিকে প্রিন্স জানান, ‘বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইমতু-তানহার চমৎকার অভিনয় বিজ্ঞাপনটিকে বেশ উপভোগ্য করে তুলেছে। সব মিলিয়ে মনের মতো একটি কাজ শেষ করতে পেরেছি। আশা করি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে।’
নতুন বছরের প্রথম থেকেই বিজ্ঞাপনটি দেশের নানা টিভি চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রিন্স।-অনলাইন ডেস্ক