• জাতীয়

    টিনের চাল থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৪:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রাজধানীর উত্তরা আজমপুর এলাকার একটি স্কুলে টিনের চাল মেরামতের সময় উপর থেকে পড়ে গিয়ে মো. সোহাগ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে দ্রুত  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতের সহকর্মী ও স্বজনরা জানান, ‘আমরা কয়েকজন মিলে উত্তরা আজমপুর একটি স্কুলের মেরামতের কাজ করছিলাম। কাজ করার সময় হঠাৎ আট-দশ ফুট উপর থেকে নিচে পড়ে যায়।’

    নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনায়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এরইমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content