• আন্তর্জাতিক

    দেখেছেন দুই মহামারি, ১১০তম জন্মদিনে মারা গেলেন

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৪:২২:৩০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বারজেন কাউন্টির বাসিন্দা সিলভিয়া গোল্ডশোল। গত বছর করোনাভাইরাস মহামারির মধ্যে ১০৮ বছর বয়স হওয়ার পর তিনি সেলিব্রিটি হয়ে যান।

    জানা গেছে, দুটি মহামারি দেখা ওই নারী গতকাল বুধবার তার ১১০তম জন্মদিনে মারা গেছেন।

    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল তার জন্মদিন উপলক্ষে অ্যালেনডেলের মেয়র উদযাপনের আয়োজন করেন। সুন্দরভাবে সেই অনুষ্ঠান শেষ হয়। এরপর শান্সিপূর্ণভাবে তার বিদায় ঘটে।

    সিলভিয়া গোল্ডশোল-এর স্বজনরা বলছেন, সিলভিয়া সবার প্রিয় ছিলেন। বিপদে-আপদে সবার পাশে থাকতেন। পরিবারের মেয়েদের বড় বোনের মতো ছিলেন তিনি। তিনি সব সময় গান শুনতে পছন্দ করতেন। নাচ করতেন এবং অন্যদের সঙ্গে যে কোনো আয়োজনে যোগ দিতেন। মোট কথা, তিনি জীবনকে উদযাপন করতে পছন্দ করতেন।

    জানা গেছে, ১৯১৮-১৯২০ সালের স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে গেছেন সিলভিয়া। এরপর করোনাভাইরাস মহামারির ধাক্কাও সামলেছেন। তবে বয়সজনিত কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
    সূত্র: নিউজার্সি ডটকম।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।