• সারাদেশ

    সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৭:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোঁজা ব্রিজের কাছে ন্যাশনাল ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পুলিশ পরিদর্শকসহ ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক সতেন্দ্র নাথ প্রামানিক (৫৪) ও পাবনার চাটমোহর উপজেলার কুমারপাড়া আব্দুল হামিদের স্ত্রী সফুরা বেগম (৬২)।

    kalerkantho

    ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুলাহিল বাকী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় একটি অটোভ্যান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী এবং অটোভ্যানের এক নারী মিলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্নি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহততের মৃতদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

    দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি ঘটনাস্থলে রয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content