• Top News

    পদ্মা সেতুতে হাঁটলেন, ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৭:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু ঘুরে গেলেন। তিনি আজ শুক্রবার সকালে সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান।

    পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ২টি মডিউল ঘুরে দেখেন। অর্থাৎ, ৭ নম্বর পিলার হতে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পারি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এড়িয়া ২ এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন। এরপর সেখানে ঘুরে দেখে বেলা ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তিনি আবারো পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।

    এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কানী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content