প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৭:০৬:২৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ২০২১ সালটা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ঘটনাবহুল ছিল। কোপা আমেরিকা জিতে দীর্ঘ আক্ষেপ ঘুচিয়েছেন মেসি। কিন্তু প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তার। ক্রিস্টিয়ানো রোনালদো আবার ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের লক্ষ্যও জানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার।
ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘২০২১ সাল বিদায় বলছে। সব প্রতিযোগিতায় ৪৭ গোল করা সত্ত্বেও বছরটা আমার জন্য সহজ ছিল না। দুটি ভিন্ন ক্লাব ও পাঁচজন ভিন্ন কোচের অধীনে খেলেছি আমি। ইউরোর মঞ্চে লড়েছি জাতীয় দলের হয়ে।
সামনে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ বাকি। জুভেন্টাসে ইতালিয়ান কাপ, ইতালিয়ান সুপার কাপ এবং সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছি। পর্তুগালের হয়ে ইউরোর টপ স্কোরার হওয়া বছরের অন্যতম সেরা অর্জন। আর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরাটা ছিল আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।’
এত অর্জনের পরেও সুখী নন রোনালদো। নতুন বছরে নিজেকে এবং দলকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চান তিনি। ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে রোনালদো বলেন, ‘আমরা ম্যানইউর হয়ে যা কিছু অর্জন করছি তাতে আমি খুশি নই। আমাদের কেউই আসলে খুশি নয়, আমি এ ব্যাপারে নিশ্চিত। আমরা জানি আমাদের আরো ভালো খেলতে হবে। আরো পরিশ্রমী হতে হবে। ২০২২ সালটা নতুন উদ্যম আর শক্তিশালী মানসিকতা নিয়ে শুরু করা যাক। চলুন, আমাদের ক্লাবটাকে সেই জায়গায় নিয়ে যাই যেখানে থাকা এর প্রাপ্য। যোগ দিন আমাদের সঙ্গে। আপনাদের দিকেই তাকিয়ে আছি আমরা।’
ইনস্টাগ্রামে একটি ২০২১ সালের অর্জন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিখেছেন, ‘২০২১ সালে আমি যা অর্জন করেছি তাতে কেবল ধন্যবাদ জানাতে পারি বছরটাকে। যদিও করোনার কারণে বিশ্বব্যাপী খারাপ সময় কেটেছে সবার। আশা করি, ২০২২ সালটা স্বাস্থ্যকর কাটবে। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।-অনলাইন ডেস্ক