• খেলাধুলা

    নিজেকে বিশ্বসেরা মনে করেন সালাহ

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ১০:০২:২৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন তিনি। তবে দারুণ পারফর্ম করেও ২০২১ সালে ব্যালন ডিঅর র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করতে নিতে ব্যর্থ হয়েছেন সালাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

    গোলডমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার মনে, আমি বিশ্বের সেরা খেলোয়াড়। এটাই আমি নিজেকে সবসময় বলি। আমি বলব না যে আমি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার বা ব্যালন ডিঅর জিততে চাই না। অবশ্যই আমি এসব জিততে চাই।’

    তিনি আরো বলেন, ‘যদি এসব (পুরস্কার) না জিততে পারি, তাহলেও সমস্যা নাই। আমি যা চাই, সাধারণত তা পাই। আমি জানি, আমি সব কিছু জিতব। আমি চিন্তিত নই। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।