• বিনোদন

    যশকে নিয়ে গোয়ায় নুসরাত

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৪:৫৫:২২ প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) টলিউড পাড়ার অভিনেত্রী নুসরাত জাহানে সরগরম বিনোদন জগতে। সেই সরগরমের যাত্রা চলতে থাকে গতবছরজুড়েই। এসবে একাকার নুসরাতের প্রেম-বিয়ে-সন্তানকে ঘিরেই। তবে এবার ভিন্নমাত্রা যোগ করেছেন তিনি। বছরের শেষ লগ্নে অবসর যাপনে কলকাতা ছেড়েছিলেন।

    যদিও কলকাতা ছাড়ার আগে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা। পরে জানা যায়, যশকে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গেছেন নুসরাত। বর্তমানে তাজ ফোর্ট আগুয়াডা রিসোর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত। সেখানেই জমে উঠেছে এই যুগলের প্রেম।

    ২০২১ সালের শেষ দিন গোয়ায় কাটিয়েছেন নুসরাত-যশ। সেখানে নতুন বছর উদযাপনও করেছেন তারা। সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নুসরাতের পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি কাঁধকাটা গাউনে আবেদনময়ী লুকে লেন্সবন্দি হয়েছেন নুসরাত। তার হাত ভর্তি নানারকম ডেজার্ট। এক হাতে রয়েছে থালাভর্তি কেক, পেস্ট্রি-সহ অনেক কিছু! অন্য হাতে চকোলেট মুজ’র গ্লাস ধরে রয়েছেন নুসরাত।

    ২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

    দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। যশ-নুসরাত বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি। কিন্তু নুসরাতের পুত্রের বাবা যশ তা জানিয়েছেন নুসরাত।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।