প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৫:০৬:৩০ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) যতই হ্যাংলা পাতলা হোন না কেন, নিজের মাংসপেশীর প্রতি আত্মবিশ্বাস বাড়াতে চাইলে সোজা চলে যান ফ্রান্সের উত্তর-পূর্বের হুয়েলগোট এলাকায়। সেখানেই আছে বিখ্যাত এক পাথর। নাম তার ট্রেম্বলিং রক। এমন নামের কারণ, পাথরটাকে নাড়ানো যায়!
হুয়েলগোটের জঙ্গলভর্তি বড় বড় পাথর। তবে এর মধ্যে ৭ মিটার লম্বা ট্রেম্বলিং পাথরটিই বেশি বিখ্যাত। পর্যটকরা সেখানেই যায় মূলত পাথরটাকে নাড়িয়ে আসতে।
আরেকটি অতিকায় স্তূপাকৃতির পাথরের ওপর পড়ে আছে পাথরটি। এর বিশেষ অবস্থানের কারণেই নাড়ানো যায় এটি। তবে চাইলেই নাড়ানো যাবে না পাথরটিকে। ঠিক কোন জায়গায় ধরে নাড়াতে হবে সেটা জানা থাকা চাই।-অনলাইন ডেস্ক