• বিনোদন

    শব্দ প্রকৌশলীকে বিয়ে করতে যাচ্ছেন খাতিজা

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ১০:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বাগদান সারলেন অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এআর রহমানের বড় মেয়ে খাতিজা রহমান। খাতিজা একজন সঙ্গীতশিল্পী, যিনি তামিল সিনেমায় প্রচুর গান করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিওয়ান এক্সপ্রেস।

    রবিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছে খাতিজা। নিজের ছবির পাশাপাশি হবু বরের ছবিও শেয়ার করেছেন এআর রহমান কন্যা।

    জানা গেছে, খাতিজার হবু স্বামী রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার এবং উদ‍্যোক্তা।

    বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে খাতিজা লিখেছেন, “সর্বশক্তিমান আল্লাহর দয়ায় রিয়াসদীন শেখ মোহাম্মদের সাথে আমার বাগদান সম্পন্ন হয়েছে। গত ২৯ ডিসেম্বর এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে। আমার পরিবার কিছু কাছের মানুষের উপস্থিতিতেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি আমরা। -অনলাইন ডেস্ক

    https://www.instagram.com/p/CYOR58Clp6a/?utm_source=ig_web_copy_link

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content