• জাতীয়

    চট্টগ্রাম-সিলেট বিমানের ফ্লাইট শুরু ৮ জানুয়ারি

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ১১:০২:৪৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) চট্টগ্রাম-সিলেট রুটে আবারো ফ্লাইট চলাচল শুরু করছে বাংলাদেশ বিমান। আগামী ৮ জানুয়ারি থেকে ফ্লাইট চলাচল শুরু হবে; চলবে সপ্তাহে দুদিন শনিবার ও বুধবার। ২০২১ সালের মার্চে এই রুটে প্রথম ফ্লাইট চলাচল শুরু হয়েছিল। মহামারির প্রকোপ বাড়ায় অভ্যন্তরীণ অন্য রুটের মতো গত আগস্টে ২০২১ সালে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছিল। এখন আবার শুরু হচ্ছে ফ্লাইট চলাচল।

    জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‌‌৮ জানুয়ারি সপ্তাহের দুদিন চট্টগ্রাম-সিলেট রুটে সরাসরি বিমানের ফ্লাইট পুনরায় শুরু হবে। ফলে দুই নগরীর মধ্যে দ্রুত যোগাযোগ সম্ভব হবে।

    জানা গেছে, চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের একমুখি ভাড়া সর্বনিম্ন প্রায় ৪ হাজার টাকা। ছোট আকারের ড্যাশ উড়োজাহাজের বিমানে পৌঁছতে সময় লাগবে ১ ঘন্টা ১০ মিনিট।

    বর্তমানে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকায় তিনটি বিমান সংস্থা, চট্টগ্রাম সৈয়দপুর, যশোর রুটে ইউএস বাংলা এয়ারলাইনস ফ্লাইট চলাচল করলেও চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট চলছে কেবল বাংলাদেশ বিমানের।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content