• খেলাধুলা

    প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫৮

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২২ , ৩:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

    মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন সকালে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৫৮ রানে। স্বাগতিক নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৩২৮ রান।

    বাংলাদেশ লিড পেয়েছিল আগের দিনই। ৬ উইকেটে ৪০১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে সফরকারীরা। এদিন আর ২০.২ ওভার খেলতে পেরেছে টাইগাররা। যোগ করেছে আর ৫৭ রান।

    মেহেদী হাসান মিরাজ ৪৭ ও ইয়াসির আলী ২৬ রান করেন। দুজন যথাক্রমে ২০ ও ১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলেন। তাসকিন আহমেদ ৫ ও শরিফুল ইসলাম ৭ রান করেছেন।

    এদিন চার উইকেট ভাগাভাগি করেছেন কাইল জেমিসন, ট্রেন্ড বোল্ড ও টিম সাউদি। মিরাজ ও তাসকিনকে ফেরানো সাউদি ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে কিউইদের সবচেয়ে সফল বোলার। ৩ উইকেট নিয়েছেন নিল ওয়াগনার।

    দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড লাঞ্চের আগে ৩ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content