• রংপুর বিভাগ

    দিনাজপুরে মাদকসহ চাকুরিচ্যুত পুলিশ সদস্য আটক

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২২ , ৯:৫২:৩০ প্রিন্ট সংস্করণ

     মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চাকুরিচ্যুত পুলিশ সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেছে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ শুক্রবার (৭ জানু:) আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
    মামলা সূত্রে প্রকাশ, পৌর এলাকার মাহমুদপুর গ্রামে মাদক ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ঐ গ্রামের মৃত: আব্দুল মান্নানের ছেলে চাকুরিচ্যুত পুলিশ সদস্য রবিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় রবিজ উদ্দিন (৪২) এবং তার সহযোগি মতিয়ার রহমান (৪৩) ও সজলকে (২২) আটক করে বাড়ি তল্লাসী করে ২ হাজার ৬শ’ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, মদের বোতল তিনটি ও ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে।
    ওসি (তদন্ত) মাহবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী বরিজ উদ্দিন ১৪ বছর আগে স্ত্রীর মামলার কারণে পুলিশ কনস্টেবল পদ থেকে চাকুরিচ্যুত হন।
    থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আসামী করে থানায় মামলা হয়েছে এবং শুক্রবার (৭ জানু:) আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content