• Top News

    বাগেরহাটে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৩ মাদ্রাসাছাত্র নিহত

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৩:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বাগেরহাটের ফকিরহাটে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

    শনিবার গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

    হাইওয়ে পুলিশ রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

    বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত ১২টার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    ‘সিএনজিতে থাকা তিন মাদ্রাসা শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সিএনজিতে থাকা চালকসহ আরও তিনজন। শীতে মহাসড়কে কুয়াশা থাকায় পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

    শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার একদল শিক্ষার্থী খুলনায় ইসলামী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে মাদ্রাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content