• Top News

    নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৯:১৭:২০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) নারায়াণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ সোমবার নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কের নতুন সমবায় ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    শামীম ওসমান বলেন, ‘আজ থেকে নির্বাচনী প্রচারণায় নামলাম। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না।’ সে সময় কোনো পদ পাওয়ার জন্য তিনি রাজনীতি করেন না বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে কথা বলতে আজ সোমবার দুপুর সোয়া ২টায় সাংবাদিকদের মুখোমুখি হন শামীম ওসমান। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।