• Top News

    চট্টগ্রামে ফার্নিচার কারখানার আগুনে ২ লাশ

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ১২:২১:৪৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কের পি টু পি ফার্নিচার কারখানায় আগুনে দুজনের মৃত্যু হয়েছে।

    চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, কেরোসিন কাঠের এ গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

    তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দুই মৃতদেহের সন্ধান পেয়েছি। আর হতাহত আছে কিনা সেটিও দেখছি।

    তিনি জানান, এ কারখানায় রং, স্প্রিড, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু আছে। সেগুলোতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

    নিহত দুজন ওই কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম–পরিচয় পাওয়া যায়নি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে আগুন নেভানোর কাজ চলছিল।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content