প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ১২:২৫:৫২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ২৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে শনাক্ত হওয়া মোট করোনা রোগীর সংখা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। অন্যদিকে দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১০৫ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল ১ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। সে হিসেবে একদিনে ব্যবধানে শনাক্ত হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। -ডেস্ক রিপোর্ট