প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ২:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম)গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে ছিল দিনাজপুরের তের উপজেলাসহ আশপাশের এলাকাগুলো। তবে মঙ্গলবার সেসব এলাকায় তাপমাত্রা বেড়েছে। সকাল থেকেই দেখা দিয়েছে রোদের হাসি। সেই সঙ্গে শীতের তীব্রতাও তুলনামূলক কম রয়েছে। আব্দুল মজিদ নামে এক রিকশাচালক জানান, গত কয়েক দিন হিলিতে ঘন কুয়াশা আর প্রচুর পরিমাণ শীতের প্রকপ ছিল। মঙ্গলবার তা নেই। সকাল থেকে রোদের দেখা মিলেছে। সেই জন্য সকালে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছেন তিনি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬-৮ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।