প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ৬:৪৬:৩৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্টে টাইগার ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে আউট করে বাজে ভাষা প্রয়োগ করে মহাবিপদে পড়েছেন কিউই পেসার কাইল জেমিসন।
অখেলোয়াড় সূচক আচরণ করায় তাকে শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১তম ওভারের ঘটনা। ইয়াসির আলি চৌধুরী রাব্বি ফিফটি তুলে নিয়ে ক্রিজে ছিলেন। সেই সময় বল করছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন।
জায়গা করে মারতে গিয়ে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ তুলে দেন ইয়াসির। তবে উইকেট শিকারের পর উল্লাসের সঙ্গে বাজে ভাষাও ব্যবহার করলেন জেমিসন।
মঙ্গলবার এক বিবৃতিতে জেমিসনের শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
শাস্তি হিসেবে এই কিউই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
নিউজিল্যান্ড সফরে মাউন্ড মঙ্গানুই টেস্টে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ দল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা। -অনলাইন ডেস্ক