প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২২ , ৩:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) যত সিট তত যাত্রী পদ্ধতিতে গণপরিবহনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কাগজে সিদ্ধান্তে পরিণত হবে। এই অজুহাতে আবারও ভাড়া বাড়ানো হলে তা সাধারণ মানুষের জীবন বিষিয়ে উঠবে বলে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনার সংকটে পৃথিবীর দেশে দেশে গণপরিবহনে যাত্রী কমেছে। অর্ধেক আসনে যাত্রীবহন করে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন প্রদেশসহ, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়নি। ২০২১ সালে দেশের গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও রাজধানীর বাসে কোথাও কোথাও ১০০ শতাংশ বর্ধিত ভাড়া আদায়ের নজির আছে। এমন সংকটে লেগুনা, টেম্পু, অটোরিকশা, রিকশায় ভাড়াও বহুগুণ বাড়তি আদায় করা হয়েছিল। এতে সাধারণ মানুষ আরো বিপদে পড়ে।
করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাত্রী, চালক-সহকারীর সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণে বাধ্য করা, যাত্রী ওঠা-নামার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যানবাহন চালুর আগে জীবাণুনাশক ব্যবহার করার দাবি জানায় সংগঠনটি। -অনলাইন ডেস্ক