• Top News

    বিধি নিষেধের প্রথম দিন : দিনাজপুরে পাত্তাই দিচ্ছে না জনসাধারণ

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৭:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম)  নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকার আবারো বিধি-নিষেধ আরোপ করেছে বৃহস্পতিবার। নতুন বিধি-নিষেধে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার এবং হোটেল- রেস্তোরা, খাবারের হোটেলে সুরক্ষা কার্ড সঙ্গে থাকার এবং বাধ্যতামুলক মাস্ক পড়ার কার্যকর হলেও পাত্তাই দিচ্ছে না জনসাধারণ। সুরক্ষা কার্ড তো দূরের কথা মুখে মাক্সই নেই। চলছে যে যার মত। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল- রেস্তোরাঁসহ সব জন সমাগমস্থলে বাধ্যতামুলক মাস্ক পরার নির্দেশনা থাকলেও কোন রকম স্বাস্থ্যসেবা কিংবা সরকারের ১১টি দিক-নির্দেশনা মানছে না জনসাধারণ। মুখে মাক্স না পড়ে গা ঘেঁষাঘেষি করে ছোট ছোট ট্রলি ও প্রিক-আপ ভ্যানে শ্রমিক সহ গেলেও কারো দেখার সময় নেই। শ্রমিকরা হাসিমুখে বলেন, “সমবাদিক ভাই করোনার বাপ-মা মরি গেছে। হামার হাসি মার্কা ছবিগুলা পেপারোত দিবু”
    গতকাল প্রশাসনের পক্ষ থেকে মাইকিং হলেও তা কোন কাজই আসেনি। এ সংবাদ লিখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন রকম সতর্কতা কিংবা ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা যায়নি।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content