• Top News

  সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাতের পর টোঙ্গাতে সুনামি

    প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২ , ৫:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) সমুদ্রের নিচে বড় ধরনের আগ্নেয়গিরির উদগীরণের পর সুনামি আঘাত করেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাতে।

  বিবিসি জানায়, সুনামির আঘাতে বহু ঘরবাড়ি ভেসে গেছে, রাজধানী নুকুয়ালোফা ঢেকে গেছে ছাইয়ে। সুনামি সতর্কবার্তা পেয়ে আগেই উঁচু স্থানে আশ্রয় নেয় রাজধানীবাসী।

  হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। আগ্নেয়গিরিটি থেকে টোঙ্গার রাজধানীর দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার৷

  টোঙ্গার অধিবাসী মেরে তাউফা জানান, আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত শুরু হয়, তখন তিনি ও তার পরিবার রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন।

  তিনি বলেন, আমার প্রথম অনুভূতি হয়েছিল আমাকে টেবিলের নিচে আশ্রয় নিতে হবে, আমি আমার ছোট বোনকে নিয়ে তাই করি, আর সেই সাথে আমার বাবা-মাকেও চিৎকার করে বলি আমাকে অনুসরণ করতে।

  এর কিছুক্ষণের মধ্যেই তাদের বাসা পানিতে তলিয়ে যায়। তবে মেরে তাউফার পরিবার দ্রুতই উঁচু স্থানে আশ্রয় নিতে পারায় প্রাণে বেঁচে যান

  টোঙ্গার জিওলজিক্যাল সার্ভিস জানায়, আগ্নেয়গিরি থেকে ওঠা গ্যাস, ধোঁয়া আর ছাই প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। আট মিনিটের এই উদগীরণের সময় এত জোরে বাজ পড়ার মতো শব্দ হচ্ছিল যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরের দেশ ফিজি থেকেও শোনা গেছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ধ্বংসযজ্ঞের ছবি। -অনলাইন ডেস্ক

   

   

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content