• বিনোদন

    চিত্রনায়িকা শিমুর মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২২ , ১০:২৬:২৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কেরানীগঞ্জের কলাতিয়ায় ঝোপঝাড়ের মধ্যে বস্তাবন্দি অবস্থায় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন, সোমবার সকাল ১০টায় কলাতিয়ার হজরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজের উত্তর পাশে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। বস্তাটি দু’পাশ থেকে সেলাই করা ছিল। তিনি অভিনেত্রী কি-না সেটাও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি পুলিশ। তার বাসা ঢাকায় এটা জানা গেছে। বিস্তারিত পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মৃত নারীর মুখে সামান্য নীল ফোলা জখমের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content