প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ১২:১৬:১৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সৌদি আরবের এক নারী একসঙ্গে ১০টি সন্তান জন্ম দিয়েছেন। পাঁচ জোড়া যমজ সন্তান প্রসব করেছেন তিনি। ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়।
গতকাল বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে।
শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী এই ১০ সন্তানদের জন্ম দেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও টুইটারে এ খবর শেয়ার করেছে।
তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।
এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।
রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতাল ১৯৮০ সালে যাত্রা শুরু করে। দেশটির অন্যতম বড় এবং অত্যাধুনিক হাসপাতাল এটি। -ডেস্ক