• Top News

    সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রধান বিচারপতি

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ১২:২২:২৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বর্তমানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

    হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার জানিয়েছে, প্রধান বিচারপতি ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন। তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

    সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনা পজিটিভ রিপোর্ট আসলে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।

    এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

    অন্যদিকে প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারকের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

    এছাড়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content