প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২২ , ৭:১০:১৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ধরণ মৃদু ছিল অধিকাংশ জায়গায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার দূরে মিয়ানমারের ফালামে ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।