• Top News

  করোনা: ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ শতাংশের বেশি, মৃত্যু ১২

    প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২২ , ৭:১৪:০০ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) দেশে গত ২৪ ঘণ্টার নতুন করে ১১৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

  শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন।

  বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

  নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮.৪৯ শতাংশ।

  গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে ৬ জন ঢাকার, ১ জন চট্টগ্রামের, ১ জন খুলনার, ১ জন রংপুরের, ১ জন ময়মনসিংহের ও ২ জন সিলেট বিভাগের বাসিন্দা।

  এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। গতকাল ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। -অনলাইন ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content