প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২২ , ১২:০২:৫৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) চাঁপাইনবাবগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
হাজির মোড়ে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার আমনুরা এলাকার ভটভটিচালক নাইমুল ইসলাম, ভুতপুকুর এলাকার ফুলচান (৫৫) ও শেহের আলী (৪৫)।
নিহতের স্বজনরা জানান, মাছ ভটভটিতে করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির পাশের রেলক্রসিং পার হওয়ার সময় ভটভটিতে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায়।
সকাল পৌনে ৯টার দিকে হাজির মোড় এলাকায় পৌঁছালে ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট