• Top News

    ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৭:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) লিবিয়া থেকে নৌকায় চেপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে  অন্তত সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে বা শরীরের তাপমাত্রা আস্বভাবিকভাবে কমে যাওয়ায় মারা যান।

    লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে।

    এই ঘটনায় অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। নৌকায় ২৮০জন অভিবাসনপ্রত্যাশী ছিল। এদের বেশিরভাগ বাংলাদেশ ও মিসর থেকে গিয়েছে।

    হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে।

    ইতালি সরকারের হিসাব মতে, ২৪ জানুয়ারি পর্যন্ত দেশটির বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী অবতরণ করেছে। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content